বৃহস্পতিবার, ০৪:৫৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজ রাজবাড়ীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপ এর অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আজ রবিবার রাজবাড়ীর কালুখালীতে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ ম্যানুভার অনুশীলন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে,প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি ভিউ পয়েন্টে অবস্থান করবেন। দুপুর ১২টায় তিনি ব্রিফিং পয়েন্টে গমন পূর্বক বক্তব্য প্রদান করবেন। দুপুর সাড়ে ১২টায় বিশ্রামগারে আগমন করবেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।

অনুশীলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিলও উপস্থিত থাকবেন।

একই দিনে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com