শনিবার, ১০:১৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির ৩ অঙ্গ সংগঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গ সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা শেষে তারা ভারতীয় হাইকমিশনারকে স্মারকলিপি প্রদান করবেন।

শনিবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এক যৌথ সভা থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে ওই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশনা প্রদান করেছেন।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘প্রতিবেশী দেশের সাথে যে সুসম্পর্ক থাকা দরকার আমরা ভারতের সাথে ঠিক তেমন সম্পর্ক চাই। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের ওপর হামলা। এ হামলার সাথে যারা জড়িত তাদের বিচার চাই আমরা। সেই জন্য কালকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করব। পরে তাদেরকে আমরা একটি স্মারকলিপি প্রদান করব।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘আমরা সকাল ১০টায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করব। এ পদযাত্রার মাধ্যমে আমরা আগরতলায় হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননাসহ কলকাতায় হাইকমিশনে হামলার প্রতিবাদ জানাব। নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com