বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে রংপুর রাইডার্স ইতিমধ্যে প্লেঅফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচ শেষে তাদের অর্জন ১৬ পয়েন্ট। তবে বাকি ৩টি স্পটের জন্য এখনও লড়ছে ৬টি দল। যেখানে আজ ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে হয়ে যেতে পারে আরও একটি দলের সুরাহা।
আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে বিপিএল। বরিশাল ও সিলেটের ম্যাচ দিয়ে ঢাকাপর্ব শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুদল বেলা দেড়টায় খেলতে নামবে। এই লড়াইয়ের আগে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরিশালের নামের পাশে ১২ পয়েন্ট, অর্থাৎ সিলেটের বিপক্ষে জিতলে বরিশালের পয়েন্ট হবে ১৪।
পয়েন্ট টেবিলের পরের স্থানগুলোতে থাকা চিটাগং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট যথাক্রমে ১০, ৮, ৮, ৬ ও ৪।
তবে বরিশালের ১৪ পয়েন্ট হয়ে গেলেও চিটাগং ও খুলনার পক্ষে তাদের ছাড়িয়ে যাওয়া সম্ভব। দুদলের হাতেই যে এখনও ৩টি করে ম্যাচ, সিলেট ম্যাচ শেষে বরিশালের হাতে থাকবে ২টি। সিলেটের বিপক্ষে জিতে বাকিগুলোতে হেরে গেলেও তামিম ইকবালের দলকে বাদ করতে হলে রাজশাহী কিংবা ঢাকাকে অন্তত ১৪ পয়েন্ট অর্জন করে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে। সেটা অসম্ভব। কারণ দুদলের ম্যাচ বাকি ২টি করে, সব কটিতে জিতলে রাজশাহীর পয়েন্ট হয় ১২, ঢাকার ১০। আর সিলেট বাকি সবগুলো ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হয় ১০।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর। আগেই বলা হয়েছে, রংপুর প্লেঅফ নিশ্চিত করেছে। তবুও ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে জিতলে নিশ্চিত হবে প্রথম কোয়ালিফায়ার। আর রাজশাহীর জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার, হারলেই প্লেঅফের আশা প্রায় শেষ হয়ে যাবে।