বরিশালের আগৈলঝাড়ায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মঙ্গল বেপারীর মেয়ে ও রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী প্রিয়া বেপারী (১০) তার চাচা শ্রীভাষের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার দুপুরে বিয়ের বর যাত্রীতে প্রিয়ার বাবা মঙ্গল বেপারী ও মাতা বিচিত্রা বেপারী বৌ আনতে পার্শ্ববর্তী কান্দিরপাড় গ্রামে যায়। তখন স্কুল ছাত্রী প্রিয়া বরযাত্রী অনুষ্ঠানে যাওয়ার জন্য পিতা ও মাতার কাছে বায়না ধরলেও তাকে নেয়নি তারা। একারনে স্কুল ছাত্রী প্রিয়া বেপারী পিতা—মাতার উপর অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন প্রিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন সরদার বলেন, প্রিয়া বেপারী আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির নিয়মিত ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর আরও জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..