১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। শোকাবহ এই দিনটিকে মাথায় রেখে নির্মিত হয়েছে কাহিনিচিত্র। নাম ‘আমি মায়ের কাছে যাব’।
সহিদ রাহমানের লেখা ‘মহামানবের দেশে’ গ্রন্থ অবলম্বনে নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন অন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিন। এই নাটকে শেখ রাসেলের গৃহশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান।
‘আমি মায়ের কাছে যাব’ গল্পে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ।
নির্মাতা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ‘আমি মায়ের কাছে যাব’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।