বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের মনে বিভীষিকা বিস্তার লাভ করেছে। শেখ হাসিনার উন্নয়নের ইন্দ্রজালে কোনো কাজ হচ্ছে না দেখে এখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুঁয়েমির কারণেই রাজনীতির ময়দান স্থিতিশীল, নিরাপদ, শান্ত হয়ে উঠছে না।
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দেশের দুঃশাসন ও অগণতান্ত্রিক সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণের চাপ ও অন্যান্য গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াবেন না বলে বলেছে আওয়ামী শাসকগোষ্ঠী। অবৈধ লুটের মালের প্রতি লালসা লুটেরারা কখনোই ত্যাগ করতে পারে না। অক্লেশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন ক্ষমতাসীনরা। তাই অবৈধ ক্ষমতার প্রতি গণতান্ত্রিক শক্তির যেকোনো চাপেই তাদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ দেখা যায়।
এ সময়ে রুহুল কবির রিজভী কুমিল্লায় যুবদলের মিছিলের ওপর হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের পরিচয় তুলে ধরে বলেন, গত ৯ জুন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে কুমিল্লা জেলা যুবদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আটকে দেয়। নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময়ে অতর্কিত হামলা করে যুবদলের নেতাকর্মীসহ পথচারীদেরও বেধড়ক মারপিট করে আহত করে।
কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে রিজভী বলেন, উল্টো যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করে। যার প্রমাণ ভিডিওর মধ্যে সংরক্ষিত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আবদুর রহিম, আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ।