বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে এবারো শীর্ষস্থান দখল করেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সময়কালে বিশ্বের মোট অস্ত্র আমদানির মধ্যে ৯.৮ শতাংশ হয়েছে ভারতে। আর সৌদি আরব আমদানি করেছে ৮.৪ ভাগ অস্ত্র। এরপর রয়েছে কাতার, ইউক্রেন, পাকিস্তান, জাপান, মিসর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন।
বিশ্বে অস্ত্র রফতানিতে প্রথমেই রয়েছে আমেরিকা। এরপর রয়েছে, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি, ইতালি। তারপর রয়েছে ইউকে, স্পেন, ইসরাইল, দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, ভারত সরকার ‘আত্মনির্ভতার’ ডাক দিলেও তারা এখনো অস্ত্রের জন্য অন্যান্য দেশের ওপরই নির্ভর করে আছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৪ থেকে ২০১৮ ও ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে ভারতের অস্ত্র আমদানি ৪.৭ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ বিষয়ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টে উঠে এসেছে বহু পরিসংখ্যান। দেখা যাচ্ছে, ভারতে অস্ত্র সরবরাহ সবচেয়ে বেশি হয়ে থাকা সাধারণত রাশিয়ার থেকে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে ভারতের সংঘাত, দেশকে প্রতিরক্ষায় আরো জোরদার করার দিকে এগিয়ে নিয়ে গেছে। ফলে গত কয়েক বছরে রাশিয়া ছাড়াও অস্ত্র আমদানির ক্ষেত্রে ফ্রান্স, ইসরাইল, আমেরিকার ওপর নির্ভর করেছে ভারত।
ভারতে অস্ত্রের মূল সরবরাহকারী হলো রাশিয়া। ভারতের ৩৬ শতাংশ অস্ত্র রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে ইদানিং রাশিয়ার ওপর থেকে ভারতের অস্ত্র নিয়ে নির্ভরতা ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। মিলিটারি হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের ক্ষেত্রে ভারত দেশের সরবরাহকারী কিংবা পাশ্চাত্যের দেশগুলোর ওপর বেশি আস্থা রাখছে রাশিয়ার তুলনায়।
ভারতে ২০১৪-১৮ সাল ও ২০১৯-২৩ সালে রাশিয়ার থেকে অস্ত্র আমদানি ৩৪ শতাংশ হয়। তারপরই রয়েছে ৩৩ শতাংশ নিয়ে ফ্রান্স। তৃতীয় স্থানে আমেরিকা। যার থেকে ১৩ শতাংশ অস্ত্রের ক্ষেত্রে ভারতের আমদানি হয়ে থাকে। এরপরএ ফ্রান্স ও আমেরিকা ভারতে সরবরাহ করতে চলেছে আরো অস্ত্র। ওই তালিকায় রয়েছে ২৬ রাফায়েল এম ফাইটার যুদ্ধবিমান, ৩১ এমকিউ নাইনবি স্কাই গার্ডিয়ান ড্রোন সহ বহু অস্ত্র।
সূত্র : হিন্দুস্তান টাইমস