অস্ট্রেলিয়ার মেলবোর্ন এ আয়োজিত ২৬তম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ক্রিস্টালোগ্রাফির ইয়াং সাইন্টিস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার। আগামী ২২-২৯ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ড. জগদীশ চন্দ্র সরকারকে এই অ্যাওয়ার্ডটি প্রদান হবে।
জানা যায়, ক্রিস্টালোগ্রাফিতে বিভিন্ন দেশের গবেষকদের অবদান, পূর্ববর্তী কাজের জার্নাল ও কারিকুলাম অনুযায়ী সংগঠনটি এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এবারে অনুষ্ঠিত হবে সংগঠনটির ২৬ তম আসর।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ক্রিসটালোগ্রাফিক ফিল্ডে কাজ করছি। এ ধরনের সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। এর আগেও আন্তর্জাতিক কয়েকটি পুরষ্কার পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতির ক্ষেত্রে রসায়ন বিভাগের অবদান অনস্বীকার্য। রসায়ন বিভাগের পরপর বহু প্রাপ্তি আর শিক্ষাগত যে সম্ভাবনাময় সাফল্য তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুণগত মানকে নিয়ে যাচ্ছে এক অনন্য শিখরে।’
জবি শিক্ষক অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকারের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিভাগের চেয়ারম্যানসহ সর্ব মহলেই প্রসংশিত হয়েছে।