থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। ৬৯তম সিনেমাটিই তার শেষ সিনেমা হবে। এর নাম দেয়া হয়েছে ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। সিনেমা তিনি আর করবেন না। সেই ঘোষণা আগেই দিয়েছিলেন। তাই তার শেষ সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। জনতার নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার পরিচালক এইচ বিনোদ।