স্টাফ রিপোর্টার, গাজীপুর : আনার, বেদেনা ও আনারসসহ বিভিন্ন ফলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কক্সবাজারের টেকনাফ থেকে ওই ইয়াবার চালান গাজীপুরে আনা হয়েছিল। শনিবার জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহীম খান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মৃত মাহমুদ সালামের ছেলে ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে হুমায়ূন কবির (১৯)।
জিএমপি’র ওই কর্মকর্তা জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা টেবলেটের একটি বড় চালান গাজীপুরে আনে ক’মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তারা ওই চালান নিয়ে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন সড়ক ভবনের সামনে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের পাশে বিক্রির জন্য অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান অভিযান চালিয়ে ইমরান ও হুমায়ূন কবিরকে আটক এবং তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করে।
মাদক ব্যবসায়ীরা বেশ কয়েকটি আনার, বেদানা ও আনারসের ভেতর থেকে দানা ও মাংস সরিয়ে এসব টেবলেট পলিথিনে ভরে অভিনব কায়দায় সেসব ফলে খোসা লাগিয়ে পাচার করছিল। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান বিভিন্ন কৌশলে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং ক্রয় ও বিক্রি করে আসছিল। এব্যাপারে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
###
স্টাফ রিপোর্টার, গাজীপুর।