শুক্রবার, ০৪:০২ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সন্ত্রাস-মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা সারাদেশে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি, মানববন্ধন হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে : সারজিস শেখ হাসিনাকে পুনর্বহালের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : জয়নুল আবদিন বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে-তদন্ত কমিশনের চেয়ারম্যান বিদ্যুৎহীন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কার্যক্রম সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪ পেঁয়াজের দাম কমছেই, খুশি ভোক্তারা প্রতিদিনই বন্ধ হচ্ছে অসংখ্য মিল-কারখানা, বেকারের আর্তনাদ

অবশেষে আফসানা-ফারজানার মাথা গোজার ঠাই হল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ১৮১ বার পঠিত

অবশেষে আফসানা/ফারজানার মাথা গোজার ঠাই হল।
ফারজানা আফছানা দুই বোনই পিতৃ মাতৃহীন, ভিটে মাটি ছাড়া নানা বাড়ী আশ্রায়। নানা নানি বেচে নেই।নামঃআফছানা/ ফারজানা (দুই বোন)
মাতা, মৃত্যু ফিরোজা খাতুন।
নানা, কসির উদ্দিন সরদার।
পিতা মৃত্যু ইয়াসিন ম্যালকার।
গ্রামঃ বড়দুলালী।
পোষ্টঃ বার্থী।
থানাঃ গৌরনদী।
জেলাঃ বরিশাল।


এদের নিয়ে কয়েকমাস আগে আমার ফেইজবুকে মাথা গোজার ঠাই করে দেয়ার জন্য সাহায্য চেয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম, আলহামদুলিল্লা আমার ফেইজবুক বন্ধুরা অনেকেই সারা দিয়ে সাহায্য পাঠিয়েছিলেন যেমন আমার প্রিয়ভাজন বার্থী ইউনিয়ানের কৃতিসন্তান এডভোকেট মনিরুজ্জামান ভুলু ১০০০০.০০(দশ হাজার টাকা) আমার বন্ধু এইচ এম শাহীন বিশিষ্ট সমাজ সেবক গার্মেন্স ব্যাবসায়ি,১০০০০.০০(দশ হাজার টাকা)। আমার প্রিয় বার্থী ইউনিয়নের জালাল মৃধা ২০০০.০০(দুই হাজার) টাকা দিয়েছেন এতেকরে মোট ২২০০০.০০(বাইশ হাজার) হাজার টাকা সংগ্রহের পর যখন ঘর তৈরী করার প্রস্তুতি নেই এমন সময় আমার ফেইজবুকের প্রিয় বন্ধু বার্থী ইউনিয়নের কৃতিসন্তান এমডি শাহীন সিংগাপুর প্রবাসি আলোকিত সংস্থার সদস্য তিনি ফোন দিয়ে জানান ঘরের দায়িত্ত্ব তাদের আলোকিত সংস্থা থেকে করে দিবেন। আমি আলহামদুলিল্লাহ বলে দায়িত্ত্ব তাদের হাতে তুলে দেই।আলোকিত সংস্থার সাথে সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ দেয়ার জন্য এত কিছু লেখা।
আলোকিত সংস্থার ফাউন্ডার নিন্মে; সকলকে আমার এবং অসহয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।

১)মি.ইউলিয়াম ঢালী
ঢাকা,ব্যবসায়ি
২)মোঃ শাহীন সরদার
সিংগাপুর প্রবাসী
৩)মোঃ রহিম হোসেন
সিংগাপুর প্রবাসী
৪)কামাল হোসেন
মালয়েশিয়া প্রবাসী
৫)মোঃ সাঈদ হোসেন
ইরাক প্রবাসী
৬)মেহেদী হাসান বাপ্পি
ঢাকা,চাকুরীজীবি।


ঘর করে দিলেন আলোকিত সংস্থা আর বাকি উদৃত ২২০০০.০০(বাইশ হাজার) টাকা দানকারিদের অনুমতিক্রমে শিতের জন্য খাট লেপ তোশক এবং ছাগল কিনে দেয়ার সিদ্ধান্ত করেছি।
আবারো আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সামাজিক কাজে আমাকে সহযোগিতা করার জন্য।
★★ বড়দুলালি থেকে আমাকে সকল তথ্য এবং পাশে থেকে সহযোগিতা করেছে রাব্বি সরদার এবং ইত্তেসাম পারভেজ।তোমাদের অনেক ধন্যবাদ তোমরা এ ভাবে সামাজিক কাজের মধ্য দিয়ে বেড়ে উঠ সেই দোয়া রইল।

ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় সকল সহযোগীদের
এ মহান উদ্যোগ ও উদ্যোক্তা মিজানুর রহমান মুন্সী , মানবাধিকা সংগঠন ইউনাইটেড একশন ফর হিউম্যান রাইট’স UAHR এর অন্যতম আহ্বায়ক কে আন্তরিক অভিনন্দন জানান-ইউনাইটেড একশন ফর হিউম্যান রাইট’স ( UAHR) মানবাধিকার সংগঠন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব দিদার সরদার । হংকং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com