অবৈধ সরকারের পদত্যাগসহ ১ দফার দাবীতে আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর, ২০২৩ দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। একই কর্মসূচি পালন করবে বিএনপি’র সাথে যুগপৎ আন্দোলনে শরিক থাকা বিরোধী দলগুলো। এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচারম অর্থ পাচার, ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধবগতিতে বিপর্যস্ত জনগনের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে আগামী অক্টোবর ৩১ এবং নভেম্বর ১ ও ২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ পালন করবে।