রবিবার, ১২:০৫ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কক্সবাজারে একই স্থানে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৫০ বার পঠিত

কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কক্সবাজারে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবীতে সমাবেশ আহবান করেছে কক্সবাজার বিএনপি। একই স্থানে জেলা যুবলীগের সমাবেশ আহবান করেছে যুবলীগ।

এই পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সোমবার (৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে ১৪৪ ধারা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজারের শহীদ স্বরণী সড়কে কক্সবাজার জেলা বিএনপি ও জেলা যুবলীগ সমাবেশ আহবান করেছে, এতে করে পর্যটকসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারার আশংকা থেকে ১৪৪ জারি করা হয়েছে।

চার জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা বিভাগ এসময় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। এদিকে জেলা বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীর সমাবেশ কোন বাধায় থামানো যাবেনা। নির্ধারিত সময়ে সমাবেশ শুরু হবে।

উল্লেখ্য, বিকেলে সমাবেশে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com