কলা চুরির কথিত অভিযোগে ছেলেকে না পেয়ে বাবাকে বেধরক পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি বাকাই গ্রামের।
রোববার বিকেলে আহত সাবলু বেপারী অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে প্রতিবেশি শহিদ মোল্লার গাছ থেকে কলা চুরি হয়। এঘটনায় আমার ছেলে রাসেলকে সন্দেহ করে আসছিলো শহিদ। তারই জেরধরে শনিবার বিকেলে আমার বাড়িতে রাসেলকে খুঁজতে আসে শহিদ। এসময় তাকে (রাসেল) না পেয়ে আমাকে বেধরক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। আমার ছেলে ঘটনার সাথে জড়িত না। এরপরও বাড়িতে ঢুকে আমার ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত শহীদ মোল্লার স্ত্রী বলেন, চুরি করছে তাই মারছে তাতে সমস্যা কি? তার ছেলে চুরি করে কেন। তবে এবিষয়ে শহিদ মোল্লার কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ জাতীয় আরো খবর..