দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এবং উপাচার্য ড. এম কামরুজ্জামান অনুমোদিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিভাগীয় চেয়ারম্যান পদে অধিষ্ঠিত অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফাহিমা খানম এর স্থলে বিশ্ববিদ্যালয় আইনের ২৫ ধারার বিধৃত বিধিমূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদের জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকারকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।