সময়ের কণ্ঠধ্বনি পত্রিকার প্রকাশক ও সম্পাদক দিদার সরদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হংকং একটি হসপিটালে ভর্তি ছিলেন । আজকে তার সাথে যোগাযোগ করে জানা যায় আপাদত তিনি সুস্থ হয়ে তার নিজ বাসায় ফিরেছেন।
তিনি তার ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন । তিনি লিখেন –
হংকং বাংলাদেশর দুই ঈদ কাটালাম হংকং এর হসপিটালে , এক বড় ধরণের দুর্ঘটনা টেক্সি-ট্রেন এর মুখোমুখি সংঘর্ষের কবলে পরি আমি ২০-০৪-২০২৩ হংকং সময় ৪ টায় বিকাল । ট্রেন থেমে যায় ট্যাক্সিকে ধাক্কা মেরে হয়তো ট্রেন ড্রাইভার প্রচেষ্টা আর আল্লাহর মেহেরবানীর সাথে টেক্সিও থেমে যায় একেই স্থানে এ এক আল্লাহর কুদরতি কারিশমা । ফিরে পেলাম নতুন প্রাণ , হাজার হাজার মানুষ জমা হয়ে দেখছেন আর দেখলেন আল্লাহ সব কিছু পারে জন্ম , মৃত্যু – বাচিয়া রাখার কুদরতি প্রমাণ !! ফিরে ২২ তারিখ সন্ধ্যায় হসপিটাল থেকে বাসায় । এবং বলতে হয় আল্লাহ ও আপনাদের সকল মানুষের দোয়া নিয়ে আমি নতুন জীবনে পদার্পণ করলাম ,, মানুষ মানুষের জন্য।
ভালো থাকুন ঈদের দিন ও ঈদ ব্যতিত সকল দিন এই দোয়া সকলের প্রতি যে সকল প্রিয়জন দোয়া রেখেছেন সর্বদা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার জন্যও আন্তরিক দোয়া সকল সময়ের মতো , সৃষ্টকর্তা মহান – আমীন