শুক্রবার বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ঠাসা উত্তেজনার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। টানা জয়ের ধারায় থাকা বরিশালের চোখ সরাসরি শিরোপায়।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবশ্য আসতে পারেননি বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে আসা নুরুল হাসান সোহান জানালেন তার প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘আসলে আমার খুব বেশি কিছু করা লাগেনি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে দলের জয়ে যেন অবদান রাখতে পারেনি। হয়ত ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছেন। একাই উনি ২-৩ জনের কাজ করে দিচ্ছেন। ফাইনালে দলে অবদান রাখার লক্ষ্য থাকবে।’
ফাহিম-সাকিব-সুজন। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। টিমের পেছনে কাজ করছেন নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে দলটি আত্মবিশ্বাসে ভরপুর।
এ প্রসঙ্গে সোহান বলেন, ‘আমাদের ম্যাচ জেতার পেছনে অবশ্যই মাঠের পারফরম্যান্সের অবদান রয়েছে। তবে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। ফাহিম স্যার আছেন, সুজন ভাই আছেন, সাকিব ভাই আছে। যে দুইটা ম্যাচ হেরেছিলাম তখনো ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো ছিল। এই পরিবেশ মাঠে খেলার জন্য অনেক সহায়ক।’
প্রতিপক্ষ কুমিল্লাও বেশ তেতে আছে। এই দলটি প্রসঙ্গে সোহান বলেন, ‘কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল, পুরো টুর্নামেন্টে ভালো খেলছে। কাল যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা দল হিসেবে খেলেছি, এটাই লক্ষ্য থাকবে। কেউ ফিল্ডিং করে, কেউ দুটি ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, কেউ ১০ রান নিয়ে। টিম প্ল্যান অবশ্যই থাকে। কিন্তু এখানে বলাটা ঠিক হবে না।’