অন্য ভাষায় :
শুক্রবার, ০৪:৩১ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সিলেটে বন্যা : ৩৭ হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৮৭ বার পঠিত

বন্যাকবলিত সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, সিলেট জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে এখনো ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।

বৃহস্পতিবার সূত্র জানায়, সিলেটে সাম্প্রতিক বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন এবং ৪০ হাজার ৯১টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঁচ পৌরসভাসহ জেলার ১৩টি উপজেলার সব ক’টি প্লাবিত হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

সূত্র জানায়, জেলায় বন্যার্ত মানুষের মধ্যে নগদ এক কোটি ৯২ লাখ টাকা, এক হাজার ৬১২ টন চাল ও ১৯ হাজার ৯১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুর ১২টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

এদিকে শুক্রবারও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এই হালকা বৃষ্টির কারণে এসব নদীতে পানি বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা।

এছাড়া আরো তিন দিন এই অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com