তুরস্ক সফর শেষ করে বুধবার দেশের উদ্দেশে রওনা হয়ে গেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ মিন সালমান। এর আগে তিনি মিসর ও জর্ডান সফর করেন।
বুধবারই মোহাম্মদ বিন সালমান তুরস্কে যান। প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান আঙ্কারার প্রেসিডেন্টশিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান। সেখানেই প্রিন্সের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমপ্লেক্সে প্রবেশের আগে ক্রাউন প্রিন্স ও তুর্কি প্রেসিডেন্ট গার্ড অব অনার পরিদর্শন করেন।
পরে তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা নিয়েও আলোচনা করেন।
সূত্র : আরব নিউজ